আনোয়ারুল ইসলাম রনি: ২৫ আগস্ট রবিবার জিএমই রেমিটেন্স এর আনসান ব্রাঞ্চে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ইপিএস কর্মীদের জন্য কল্যাণমূলক সেমিনার ও নিরবিচ্ছিন্ন রেমিটেন্স সার্ভিসে সহযোগিতা প্রদান করায় বাংলাদেশ দূতাবাসকে সংবর্ধনা প্রদান করা হয় । উক্ত অনুষ্ঠান ও সংবর্ধনাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আবিদা ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর জনাব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী।
গ্লোবাল মানি এক্সপ্রেস কো: লি: (জিএমই) এর সিইও মিঃ জন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন জিএমই রেমিটেন্স এর লোন অফিসার কামরুল হাসান রাজ। উপস্থিত ছিলেন ডিরেক্টর মিঃ সুবাস পাউডেল এবং হেড অব মার্কেটিং মিঃ সজীব দাস। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এর সাধারণ সম্পাদক জনাব আবু বক্কর সিদ্দিক রানা, কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এর উপদেষ্টা ওহ কিয়ং ইন, আনসানের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আবদুল মতিন এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফরিদ হান।

২৫ আগস্ট রবিবার সকাল ১১টায় রাষ্ট্রদূত ও সম্মানিত অতিথিবৃন্দ ফিতা কেটে জিএমই রেমিটেন্স এর তিন পার্টনার ব্যাংক এর লন্সিং অর্থাৎ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন ও অনুষ্ঠানটি উদ্বোধন করেন। পরবর্তীতে বাংলাদেশ ও কোরিয়া এর জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান।
শুরুতেই জিএমই এর বাংলাদেশ সার্ভিস সমূহ উপস্থাপন করেন জিএমই হেড অব মার্কেটিং মিঃ সজীব দাস এবং জিএমই এর গ্লোবাল সার্ভিস উপস্থাপন করেন জিএমই ডিরেক্টর মিঃ সুবাস পাউডেল। তারপর ইপিএস কর্মীদের উন্নয়ন বিষয়ক বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউটিউবার নূর আলম মোল্লা এবং উদ্যোক্তা বিষয়ক বিশদআলোচনা করেন দূতাবাসের কর্মাশিয়াল কাউন্সেলর জনাব মাসুদ রানা চৌধুরী।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে জিএমই রেমিটেন্স এর তিনটি পার্টনার ব্যাংক এর সাথে কার্যক্রম শুরু করতে সহযোগিতা করায় মান্যবর রাষ্ট্রদূত এর হাতে জিএমই এর পক্ষ থকে ক্রেস্ট ও উপহার প্রদান করেন জিএমই এর সিইও মিঃ জন এবং ডিরেক্টর মিঃ সুবাস পাউডেল। দূতাবাস এর পক্ষ থেকে জিএমই সিইও কে শুভেচ্ছা উপহার প্রদান করে মান্যবর রাষ্ট্রদূত।
প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে আগত অতিথিদের সহজ ও দ্রুততম এবং সরাসরি কোরিয়া টু বাংলাদেশে অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস জিএমই ব্যবহার এর তাগিদ দেন।
জিএমই রেমিটেন্স এর সিইও মি: জন তাঁর বক্তব্যে জিএমই এর ডাইরেক্ট পার্টনার ইসলামী, অগ্রণী এবং ডাচ বাংলা ব্যাংক এর সাথে চুক্তি বদ্ধ হতে দূতাবাস এর ভূমিকা স্মরণ করেন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে আগত ইপিএস কর্মীদের কল্যাণকর বিভিন্ন উন্মুক্ত প্রশ্নের উত্তর দেন মান্যবর রাষ্ট্রদূত আবিদা ইসলাম নিজে। সবশেষে আগত সকল অতিথিদের গ্রীন এশিয়া রেস্টুরেন্ট এ আপ্যায়ন করা হয়।