হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বছরের শুরুতে তিনটি উদ্যোগের কথা জানিয়েছেন শো টাইম মিউজিক। এবার আরও দুইটি মেগা কন্সার্ট টুর এর ঘোষণা দিলেন শোটাইম মিউজিকের নির্বাহী প্রধান এবং উত্তর আমেরিকার জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর খান আলম।
বাংলাদেশের জীবন্ত দুই কিংবদন্তী সঙ্গীত শিল্পী রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিনকে আবারো দেখতে পাবেন দর্শকরা। অত্যন্ত আনন্দের সাথে প্রবাস মেলা’র সাথে আলাপকালে আলমগীর খান জানান, এই দুই শিল্পীকে নিয়ে অনুষ্ঠান করা সত্যিই গর্বের ব্যাপার, এর আগেও আমি দুইবার করেছিলাম, এবং দর্শকদের অফুরন্ত ভালোবাসা পেয়েছিলাম। এবার আমেরিকার মোট ছয়টি শহরে এই কন্সাটগুলো অনুষ্ঠিত হবে আগামী জুলাই এবং আগস্ট মাসে। একই সময়ে নগর বাউল জেমস এর কনসার্ট অনুষ্ঠিত হবে ।
তিনি বলেন, গত ডিসেম্বরে অত্যন্ত সাফল্যের সাথে জেমসের কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল এবং আমেরিকার বিভিন্ন শহর থেকে অনুরোধ করেছিলেন যাতে আমরা তাদের শহরে অনুষ্ঠান করি । তারই ধারাবাহিকতায় আমরা কাজ শুরু করেছি , আমি সবাইকে অনুরোধ করবো আপনারা অতিসত্ত্বর আমাদের সাথে যোগাযোগ করে দিন কনফার্ম করেন। এছাড়াও আগামী এপ্রিলে ঢালিউড পহেলা বৈশাখ অনুষ্ঠিত হবে। এরপর রমজানের বিরতির পর জুনে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী হুমায়ুন কনভেনশন এবং রিভার ক্রুজ কন্সাট। তারপর সাকিব আল হাসানের ইউ এস টুর। জুলাইতে অনুষ্ঠিত হবে প্রথম ইন্দো-বাংলা এ্যায়ডস শো। তপন চৌধুরী -মিতালী মুখার্জী – শাকিলা জাফর লাইভ ইন ইউএসএ শো টাইম মিউজিকের ব্যানারে প্রথম চলচ্চিত্র নির্মান। আগস্টে ১১ তম এনআরবি এ্যায়ডস এবং কুমার শানু অল্কা ইয়াগ্নিক লাইভ ইন নিউইযর্ক কনসার্ট অনুষ্ঠিত হবে।