মোঃ জাহাঙ্গীর অালম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ১০ আগস্ট শুক্রবার রাতে রিয়াদ যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর মাসুদকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন রিয়াদ যুবলীগ শাখা।
রিয়াদ যুবলীগের সভাপতি এম,এ জলিলের সভাপতিত্বে গিয়াস মজুমদার ও রাশেদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম,আর মাহবুব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ খাঁন, আওয়ামী পরিষদের শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক মো: ইকবাল হোসেন, সৌদি আরব বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ, এম আলমগীর হোসেন, জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি শেখ জামাল, বৃহত্তর চট্রগ্রাম বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাজী লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এসকান্দার সিকদার, রিয়াদ যুবলীগের সহ সভাপতি এম,এইচ মুন্না, আবদুল আহাদ নয়ন, রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মাজহারুল ইসলাম পলাশ, আতিক খান, ফজলুল হক, মনির খালাসি, কে,এম জাকিরুল ইসলাম, আবদুল আজিজ তালুকদার, মো: হাসান সহ রিয়াদ আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতা কর্মী বৃন্দ।
বক্তারা বলেন, রিয়াদ যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর মাসুদ প্রবাসের রাজনৈতিক জীবনের ইতি টানলেও একজন মুজিব আদর্শিক নেতা হিসেবে বাংলাদেশেও অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন।