মো: জাহাঙ্গীর অালম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদ বাথা প্রবাসী সেবা কেন্দ্র পরিদর্শন করলেন ঢাকা প্রধানমন্ত্রীর এটুআই- ইডিসি (A2I -EDC) পলিসি এ্যাডভাইজার আনির চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন রিয়াদ বাথা প্রবাসী কেন্দ্রের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম, সেবা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো: হারুন, মার্কেটিং ম্যানেজার অপু সুলতান, মো: নিজাম উদ্দিন, মো: রিপন সহ সেবা কেন্দ্রের কর্মচারী ও ঢাকা মেডিকেল সেন্টারের কর্মকর্তারা ।
প্রবাসী বাংলাদেশিদের দ্রুত সেবা দেয়ার লক্ষেই বাথা প্রবাসী সেবা কেন্দ্র কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সকল প্রবাসীদের প্রবাসী সেবা কেন্দ্রে থেকে চিকিৎসা নেয়ার জন্য বলা হয়েছে।