মো: জাহাঙ্গীর অালম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদ বাথা ঢাকা মেডিকেল সেন্টার পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত আইডিবির অতিরিক্ত সচিব মোহাম্মদ শামছুল আলম।
পরিদর্শনকালে তিনি বলেন, প্রবাসীদের সকল ধরনের সেবা দিতে সরকার কাজ করে যাচ্ছেন, আর আপনারাও প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা দিচ্ছেন এটি মহৎকর্ম।
তিনি বলেন, অতীতে সৌদি অারবে বাংলাদেশি কোন মেডিকেল সেন্টার ছিলনা, আজ এমন একটি সেবা কেন্দ্র দেখে অনেক ভালো লাগছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড এন্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট এর প্রজেক্টট পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামছুল আলম, রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট এর সিনিয়র সহকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাকজানুল ইসলাম, ঢাকা মেডিকেল সেন্টারের স্পন্সর সৌদি নাগরিক আবু নোয়াফ, ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার সাংবাদিক মো জাহাঙ্গীর অালম হৃদয় প্রমুখ।
পরে আগত অতিথিরা হাসপাতালের কক্ষ ঘুরে দেখেন এবং নিজেরাও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।