মো: জাহাঙ্গীর অালম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি:
প্রায় এক বছর আগে সাফারি কোম্পানির ক্লিনারের ভিসায় বাংলাদেশ থেকে সৌদি আরবে এসেছিল ৯৫ জন বাংলাদেশি শ্রমিক। আসার পর থেকে ৯৫ বাংলাদেশি শ্রমিককে ওয়ার্ক পারমিট দেয়া হয়নি এবং মাসিক ৮০০ রিয়াল বেতন দেয়ার কথা থাকলেও সেখানে ৬০০ রিয়াল বেতন দেয়া হচ্ছে। সাফারি কোম্পানির মাধ্যমে সৌদিআরব এলেও তাদের যে কাজ দেয়ার কথা তা না দিয়ে অন্য আরেকটি কোম্পানিতে গাছ কাটার কাজ দেওয়া হয় বলে ওই ৯৫ বাংলাদেশি শ্রমিক গত ১২ আগস্ট রবিবার দুপুর ১২ টায় রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব আসাদুজ্জামান এর কাছে ভুক্তভোগী শ্রমিকরা অভিযোগ করেন।
তাদের চুক্তিপত্র ও অভিযোগের ভিত্তিতে সাফারি কোম্পানির লোকদের খবর দিলে ভারতের কোলকাতার বাঙালি সুপারভাইজার আসেন, ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, কোলকাতার বাঙালিরা বাংলাদেশি এক শ্রেনীর দালালদের মাধ্যমে অল্প বেতনে বিভিন্ন কোম্পানীতে কাজ দেওয়ার নাম করে শ্রমিক নিয়ে আসেন এবং তাদের হয়রানি করে থাকে।
সাফারি কোম্পানীতে আসা ৯৫ বাংলাদেশি শ্রমিকদের কাজ এবং থাকার জায়গা দেওয়ার জন্য বাংলাদেশ দূতাবাসের শ্রম ১ম সচিব নির্দেশ দেন।