রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার ও রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম হৃদয় এর আমন্ত্রণে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের একটি প্রতিনিধি দল ঢাকা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল্লাহ আল মামুনের সাথে মতবিনিময় করেন।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সমন্বয়কারী, ঢাকা থিয়েটার আর্ট ইউনিটের সদস্য নাট্যকর্মী সারোয়ার জাহান সিদ্দিকী সংগঠনের বর্তমান অবস্থা তুলে ধরেন। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রয়াত নাট্যগুরু প্রখ্যাত নাট্যকার এস,এম সোলায়মান এর বিখ্যাত নাটক “ক্ষ্যাপা পাগলার প্যাচাল” মঞ্চায়নে পৃষ্ঠপোষকতায় ও সংগঠনটির সকল সদস্য স্বাস্থ্য সেবায় বিশেষ সু্যোগ সুবিধার জন্য মতবিনিময় হয়।
জনাব আব্দুল্লাহ আল মামুন ঢাকা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের নাটক সহ সবসময় পাশে থাকার পূর্ণ আশাবাদ ব্যাক্ত করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি মির্জা কামাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু,
কোষাধ্যক্ষ কামরুজ্জামান জামান প্রমুখ।