মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: বছরের প্রথম দিনে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুলের ক্যাম্পাসে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠে, এসময় অভিভাবকদেরও উল্লাস করতে দেখা যায়। বই উৎসবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও দীর্ঘায়ু কামনা করে অনেকের হাতে ফেস্টুন দেখা যায়।
সকাল সাড়ে নয়টায় পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে বই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ আফজাল হোসেন। বাংলাদেশ আন্তর্জাতিক স্কুলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক খাদেমুল ইসলাম ও প্রভাষক মোহাম্মদ রেদওয়ানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার এস,এম আনিসুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মোহাম্মদ আসাদুজ্জামান, প্রেস সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির কো সিগনেটরি ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোফরান সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবকরা ।
বই উৎসবের পাশাপাশি রিয়াদের একমাত্র বাংলাদেশি ঢাকা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে সকলের হাতে ২০১৯ সালের নতুন ক্যালেন্ডার তুলে দেন মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম হৃদয় ও মার্কেটিং অফিসার রুস্তম খান।