মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক ইংলিশ স্কুলের উদ্যোগে সকাল সাড়ে দশ টায় স্কুল ক্যাম্পাসে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সকল বীর শহীদের রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরপর স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিজয় দিবস নিয়ে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক ইংলিশ স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ডাক্তার শেখ মোহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে শিক্ষার্থী আজুয়াত ও আইমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিষ্টার ডক্টর মোহাম্মদ আবুল হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান ডাক্তার মতিউর রহমান, ডাক্তার মোহাম্মদ হাসান, স্কুলের প্রিন্সিপাল বজলুর রশিদ, ভাইস প্রিন্সিপাল ইকবাল শেখ, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার।
স্ব-রচিত কবিতা আবৃত্তি করেন ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার সাংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয়।
আবৃত্তি শেষে সাংবাদিক হৃদয়ের লেখা ২০১৮ সালে বাংলা একাডেমির ২১ বইমেলায় প্রকাশিত ‘তোমার উত্তাপে হৃদয় কাপে’ কবিতার বই স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ডাক্তার শেখ এহসানুল হকের হাতে বিজয়ের শুভেচ্ছা উপহার হিসাবে তুলে দেন।
স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবকরা এসময় উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে সার্টিফিকেট তুলে দেয়া হয়েছে।
সবশেষে স্কুলের শিক্ষার্থীরা শিক্ষক জামসেদ রানার পরিচালনায় বিজয়ের উল্লাসে দেশীয় সংগীতের সাথে নৃত্য, আবৃত্তি, ফ্যাশন শো উপহার দেন।
প্রবাসের মাটিতে দেশীয় আমেজে বিজয়ের উল্লাসে মেতে উঠে সবাই।