মো: জাহাংগীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশের শিক্ষা কারিকুলাম এর সাথে মিল রেখে সৌদি আরব রিয়াদ, জেদ্দাস্থ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজে ২০১৮ সালে অনুষ্ঠিত এইচএসসি পরিক্ষার ফল প্রকাশিত হয়েছে ।
রিয়াদ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের বাংলা শাখায় ২০১৮ সালের এইচএসসি পরিক্ষায় মোট অংশ নিয়েছেন ৮৩ জন, এর মধ্যে পাস করেছেন ৭৭ জন, ফেল করেছে ৬ জন ।
জিপিএ-৫ পেয়েছে ১১ জন, মোট পাসের হার ৯২.৭৭ ।
রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো :আফজাল হোসেন বলেন, অতীতের চাইতে এবারের পরীক্ষার ফলাফল ভালো হয়েছে। অপরদিকে স্কুল এন্ড পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তাক আহমেদ বলেন, অনেক কষ্টের বিনিময়ে আজ এই ফলাফল পেয়েছি, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকদের সহযোগিতা ছিল বলেই তা সম্ভব হয়েছে।
ইনশায়াল্লাহ আগামীতেও ভালো ফলাফল করবেন বলে আমি আশা করছি।