মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: রিয়াদ প্রবাসী মো: আরিফ হোসেন পাটোয়ারী (৩৫) ১২ ডিসেম্বর সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলাস্থ শাহরাস্তি উপজেলার ফতেপুর পাটওয়ারী বাড়ী, সে আবদুল ওয়াদুদ পাটওয়ারী বড় ছেলে।
বর্তমানে তার মরদেহ রিয়াদ সেমুসি হিমঘরে রয়েছে। আরিফ হোসেনের মরদেহ দেশে নিতে পরিবারের পক্ষ থেকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন।
এই ব্যাপারে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর সারওয়ার আলমের সাথে মুঠোফোনে আলাপ হলে তিনি বলেন, আরিফের মরদেহ দেশে নিতে দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে এটা আমাদের দায়িত্ব।
আরিফ হোসেন পাটওয়ারীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সৌদি আরব প্রবাসী চাঁদপুর শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয়, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহ আহমদ ভুূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিয়াজী প্রমুখ।