রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ২ আগস্ট রাতে সৌদি আরব রিয়াদে প্রবাসী বন্ধু ফোরামের উদ্যোগে আলোচনা সভা রোমান্সিয়া হোটেলে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাংগীর আলম হৃদয়ের সভাপতিত্বে -ব্যবসায়ী রুস্তম খানের সঞ্চালনায়অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী বি-বাড়িয়ার সন্তান ব্যবসায়ী মোঃ কামাল আহমেদ ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোবারক, কামাল হোসেন, শাহাদাত পাটোয়ারী, তারেক আজিজ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসী বন্ধু ফোরামের মূল লক্ষ হচ্ছে সামাজিক উন্নয়নে দেশ ও জাতির কল্যাণে কাজ করা । নিজেদের উন্নয়নের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ভাইদের কল্যাণে কাজ করা। মহান আল্লাহ যেন সকল প্রবাসী ভাইদের কাজ করার শক্তি দান করেন, সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন বন্ধু ফোরামের পক্ষ থেকে।