মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: আসুন গণতন্ত্র রক্ষা করি, ধানের শীষের বিজয় নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ ডিসেম্বর মঙ্গলবার
রিয়াদ প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের বিজয় নিয়ে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফ হোসেন খানের সভাপতিত্বে – সিনিয়র সহসভাপতি মো: হানিফ মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান কমল।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মো: তাজুল ইসলাম গাজী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর বিএনপির সাবেক সভাপতি মো: আবুল খায়ের, প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির নেতা সোহরাব হোসেন লিটন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল পাঠান, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মিন্টু, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো: জাকির হোসেন, বিএনপি নেতা মো: জাকির হোসেন, মাসুদ রানা, বদর আল সামা মেডিকেল সেন্টারের ডিরেক্টর মোহাম্মাদ জাহাঙ্গীর আলম সহ প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির ৮ টি উপজেলার নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার ৫ টি আসনেই ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে বিএনপির সবাইকে কাজ করতে হবে। প্রার্থী দেখে নয় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষের প্রতীক দেখে কাজ করতে হবে, বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে হলে আগামী নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত করতেই হবে।