মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাসে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই বৃহস্পতিবার দূতাবাসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূতাবাসের কর্মকর্তাগণ এ সময়উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, যে সকল জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান প্রতারণা করে বাংলাদেশ থেকে সৌদি আরবে শ্রমিক প্রেরণ করছে তাদেরকে কালো তালিকাভুক্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ফ্রি ভিসার নামে যেন কেউ সৌদি আরবে এসে বিপদ্গ্রস্থ না হন এ ব্যপারে সাধারণ মানুষকে সচেতন করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি। এছাড়া সৌদি আরবে যে সকল বাংলাদেশি নাগরিক বিভিন্ন কারনে দেশে চলে যেতে যাচ্ছেন তাদের সহায়তার জন্য দূতাবাস কাজ করছে বলে জানান।
সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের সর্বোত্তম উপায়ে সেবা নিশ্চিত করার লক্ষে কাজ করছে বলে রাষ্ট্রদূত জানান। গোলাম মসীহ বলেন, প্রবাসীদের পাসপোর্টসহ অন্যান্য কন্সুলার সেবা প্রদানের জন্য দূতাবাসের পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন শহরে প্রবাসী সেবা কেন্দ্র কাজ করে যাচ্ছে। এছাড়া সৌদি আরবের সকল শহরে সাপ্তাহিক ছুটির দিনে দূতাবাসের কন্সুলার টীমের সেবা প্রদান অব্যাহত রয়েছে।
মতবিনিময় সভায় রাষ্ট্রদূত গোলাম মসীহ সৌদি আরবের বাংলাদেশ কমিউনিটি স্কুল সমূহের কার্যক্রম অব্যাহত রাখার ব্যপারে সরকারের আর্থিক সাহায্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের পড়াশোনা নিশ্চিত করার লক্ষে এ সকল স্কুলের প্রয়োজনীয়তা তুলে ধরে স্কুলের দক্ষ ও সৎ পরিচালনা কমিটির ওপর জোর দেন।
মতবিনিময় সভায় সাংবাদিকগন প্রবাসী কল্যাণ কার্ডের ফি কমানোর আহবান জানান। এছাড়া জন্মনিবন্ধন ফি সহ অন্যান্য কন্সুলার সেবার ফি কমানোর জন্য ও অনুরোধ জানান। এছাড়া দুরশিক্ষনের মাধ্যমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে সৌদি আরবে উচ্চশিক্ষা কার্যক্রম শুরু করার অনুরোধ জানানো হয়।
দ্বিতীয় সচিব (প্রেস) মোঃ ফখ্রুল ইসলামের উপস্থাপনায় এ সময় আরও বক্তব্য প্রদান করেন দূতাবাসের মিশন উপ-প্রধান ড. নজরুল ইসলাম ও ইকোনমিক মিনিস্টার ড. আবুল হাসান। ড. নজরুল ইসলাম জানান, সৌদি আরবের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই চমৎকার অবস্থায় রয়েছে। অভিবাসীদের প্রয়োজনে দূতাবাস সবসময় পাশে রয়েছে বলে তিনি জানান।
মতবিনিময় শেষে দূতাবাসের প্রেস উইং এর এক বছর পূর্তিতে রাষ্ট্রদূত বাংলাদেশি সাংবাদিকগণ ও প্রেস উইং এর কর্মকর্তা দ্বিতীয় সচিব মোঃ ফখরুল ইসলামকে নিয়ে কেক কাটেন।