মো: জাহাঙ্গীর অালম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ২১ নভেম্বর বুধবার রাতে রিয়াদ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ডিপ্লোম্যাটিক কোয়াটারে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন -সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ও তার সহধর্মিণী সৈয়দা গুলে অার্জু।
শুরুতেই বাংলাদেশের জাতীয় সংগীত ও সৌদি আরব এর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন শেষে প্রধান অতিথিকে সাথে নিয়ে সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটা হয়।
রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিষ্টার ডক্টর আবুল হাসানের সঞ্চালনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি নাগরিক মেজর জেনারেল মোহাম্মদ আলাওপি।
এ সময় অন্যান্যের মধ্যে দূতাবাসের উপ মিশন প্রধান ডক্টর মো: নজরুল ইসলাম, দূতাবাসের ডিফেন্স এ্যাটাচি বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহলম চৌধুরী, কার্যালয় প্রধান ও কাউন্সেলর ডক্টর ফরিদ উদ্দিন আহমদ সহ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার রাজনিতিক, সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত অতিথিদের সামনে প্রজেক্টটরের মাধ্যমে বাংলাদেশের স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকান্ড তুলে ধরা হয়।