মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরে যাচ্ছেন অসুস্থ্য নারায়ণগঞ্জ ফতুল্লার রিয়াদ প্রবাসী মোহাম্মদ রেজাউল করিম (৭০)।
রেজাউল করিম দীর্ঘদিন ধরে রিয়াদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলেন। প্রবাসে তার নিকট আত্মীয় বলতে কেউ নেই, এমনকি দেশ থেকেও কেউ তার খোঁজ খবর নেয় নি।
এই সংবাদ শুনতে পেয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং অসুস্থ্য রেজাউল করিমকে দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করেন।
অপরদিকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মেহেদী হাসান এর সাথে রেজাউল করিম বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মান্যবর রাষ্ট্রদূত স্যারের সহযোগিতায় আমরা শ্রম উইংয়ের মাধ্যমে ২২ মে নারায়ণগঞ্জ ফতুল্লা প্রবাসী রেজাউল করিম কে দেশে পাঠানোর ব্যবস্থা করেছি। প্রতিনিয়তই প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের সেবা দিয়ে যাচ্ছি।
মোহাম্মদ রেজাউল করিম এর ঠিকানা: গ্রাম- জামতলা, পোস্ট -ফতুল্লা, থানা – ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ। তিনি ১৯৮৮ সালে সৌদি আরবে আসেন। তার স্ত্রী- ফরিদা ইয়াসমিন বাংলা স্কুলের অধ্যাপক ছিলেন। তার স্ত্রী এবং দুই ছেলে ছিল যারা সৌদি আরবেই মারা গেছেন বলে জানা গেছে।
ইকামাতে তার পেশা সেলস রিপ্রেজেনটেটিভ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে স্নাতক। প্রবাসে এসে রিয়াদের হারার আশেপাশের শিক্ষার্থীদের শিক্ষা দান, সাথে অন্য কাজ করতেন বলে স্থানীয় ও দূতাবাস সূত্রে জানা যায়।
কফিলের স্টাটাস রেড থাকায় তিনি প্রায় ১০ বছর যাবত ইকামা ছাড়াই প্রবাসে আছেন, অসুস্থ্য রেজাউল করিম বলেন, আমি দীর্ঘ প্রবাস জীবনে কোন প্রকার অপরাধ করিনি, আমার কোন মামলা নেই। Skin biopsy of the fresh bilster( Bullous disorder unspecified) রোগে আক্রান্ত। দেশে ফেরার ব্যবস্থা করায় দূতাবাস কর্তৃপক্ষকে তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।