মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ১১ জুলাই বাংলাদেশ বিমানের রিয়াদ-ঢাকা-রিয়াদ রুটে ১৪ জুলাই থেকে সপ্তাহে অন্তত তিনটি ফ্লাইট দেওয়ার দাবী জানিয়ে বিমানের রিয়াদস্থ রিজিওনাল অফিসে স্মারকলিপি দিয়েছে রিয়াদ প্রবাসীরা।
১১ জুলাই ২০১৮ বুধবার রিয়াদের বাংলাদেশ বিমানের আঞ্চলিক অফিসে রিয়াদ প্রবাসীদের পক্ষে এ স্মারকলিপি প্রদান করেন আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাকির হোসেন, আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, এম আর মাহবুব, ইউসুফ খান , ফারুক হোসেন, সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির সহ আওয়ামী পরিবারের নেতারা।