মো: জাহাঙ্গীর অালম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ২২ অক্টোবর ২০১৮ সোমবার রাতে রিয়াদ কেন্দ্রীয় জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বাবুল দাসের উদ্যোগে বাথা এনাম কমিউনিটি সেন্টারে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রিয়াদ জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি শেখ জামালের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম মাহবুব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের উপদেষ্টা গোলাম রাব্বানী মিলন, রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সভাপতি এম,এ জলিল রাজা, রিয়াদ কেন্দ্রীয় জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি মো: আবদুল ওয়াদুদ, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহ সভাপতি আফছার হোসেন বোরহান, রিয়াদ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সৌদিআরব কেন্দ্রীয় সভাপতি এইচ,এম আলমগীর হোসেন, রিয়াদ মহানগর স্বেচ্ছাবেকলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুললাহ জিন্না, রিয়াদ কেন্দ্রীয় জাতীয় শ্রমিকলীগের সদস্য মো: মনির হোসেন।
অন্যান্যের মধ্যে আমিনুর রহমান, আলি নুর ইসলাম রনি, কামাল পাটওয়ারী, ফয়েজ হোসেন, আবদুর রহিম বাবু সহ আওয়ামী পরিবারের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
শেখ রাসেলের জন্মদিনে বক্তারা বলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী দেশের এবং প্রবাসীদের উন্নয়নের লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, গত ৪৫ বছরেও যে উন্নয়নগুলো কোন সরকার প্রধান করেনি তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন। তাই আসুন সবাই মিলে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য একসাথে কাজ করি।
প্রবাসের সকল ভাইদের কাছে ক্যাম্পিং এর মাধ্যমে শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার ব্যবস্থা করা হচ্ছে এবং টিমওয়ার্ক এর মাধ্যমেই তা বাস্তবায়ন করা হবে।অপর দিকে সাংবাদিকদের কাছেও সহযোগিতা চেয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম,আর মাহবুব।