মোঃ জাহাঙ্গীর অালম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ৩১ আগস্ট শুক্রবার রাতে হারা আল সালেমার রেস্টুরেন্টে রিয়াদ আওয়ামী পরিষদের উদ্যোগে – ১৫, ২১ আগস্ট থেকে শুরু করে সকল হত্যা কান্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সড়যন্ত্রকারীদের বিচার আওতায় আনার দাবি জানিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি মোহাম্মদ আলী নুরের সভাপতিত্বে -সেমিনারে উপস্থিত সাংবাদিক ও নেতা কর্মীদের সামনে মুল প্রবন্দ উপস্থাপন করেন রিয়াদ আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম, আর মাহবুব। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রিয়াদ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার এমারত।
বঙ্গবন্ধু সহ বাংলাদেশের সকল হত্যা কান্ডের সাথে জড়িত ও সেমিনারে উপস্থাপিত প্রবন্ধের উপরে আলোচনা করেন – কবি ও সাহিত্যিক শাহজান চঞ্চল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার মো: কামরুল ইসলাম, ডাক্তার হাসান মাহমুদ, রিয়াদ কেন্দ্রীয় যুবলীগ সভাপতি এম, এ জলিল, রিয়াদ আওয়ামী পরিষদের সহ সভাপতি হাজী আবদুল গফুর, আমিনুর রহমান, রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুল এন্ড কলেজের প্রভাষক খাদেমুল ইসলাম, রিয়াদ মহানগর স্বেচ্ছাবেকলীগের সহ সভাপতি ফয়েজ হোসেন, আবুল বাসার মাতাব্বর, লিটন সরদার, শাওন মহসিন খান, যুগ্ম সম্পাদক বাদল মোল্লা, রিয়াদ জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি শেখ জামাল, রিয়াদ যুবলীগের যুগ্ম সম্পাদক আতিক খান, শেখ ফজলু, মনির খালাসী, কে, এম জাকেরুল ইসলাম, মো: রাসেদ সহ আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতা কর্মীরা ।
বক্তারা বলেন, দেশে যারা অতীতে সড়যন্ত্র করেছে, তারা দেশের ভিতরেই ঘাপটি মেরে বসে আছে এবং তাদের অনেকেই আওয়ামী পরিবারের মধ্যে প্রবেশ করছে।
মনে রাখবেন যারা প্রকৃত আওয়ামী লীগ করে তাদের মধ্যে রাজনৈতিক আদর্শ রয়েছে।
আগামী নির্বাচনে স্বাধীনতা বিরোধীরা যাতে কোন প্রকার সড়যন্ত্র করতে না পারে সেই দিকে আওয়ামী পরিবারের নেতাদের খেয়াল রাখতে হবে।