মো: জাহাঙ্গীর অালম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ১ ডিসেম্বর শনিবার রাতে ‘প্রার্থী দেখে নয়, নৌকা প্রতীকে ভোট দিব’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখেএকাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট ফর ভোট রিয়াদ আওয়ামী পরিবারের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হারাস্থ আল সালেমার হোটেলে অনুষ্ঠিত হয়।
রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি মোহাম্মদ আলী নুরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম,আর মাহবুবের সঞ্চালনায় সাংবাদিকদের সামনে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের জয় লাভ করা ও শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাক্তার মো: শাহ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার মোহাম্মদ এমারত, কবি শাহজান চঞ্চল, আওয়ামী যুবলীগের সভাপতি মো: আবদুল জলিল, মহানগর স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন, জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জামাল হোসেন, সৌদি আরব মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি এইচ,এম আলমগীর হোসেন সহ আওয়ামী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, স্বাচিপ, রিয়াদ কেন্দ্রিয় যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ এর বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে ক্যাম্পেইন করা, অনলাইনে প্রচার – প্রচারণা করা হবে বলে জানান। এই ব্যাপারে উপস্থিত টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
পরে দেশের কল্যান ও জননেত্রী শেখ হাসিনার সুসাস্থ্য কামনা করে এবং সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর অালম।