মোঃ জাহাঙ্গীর অালম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কাঙ্গালী ভোজ ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগস্টের প্রথম প্রহরে কাঙ্গালী ভোজ ও জাতীয় শোক দিবস পালন করেছে কেন্দ্র অনুমোদিত সংগঠন রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগসৌদি আরব শাখা । সংগঠনটির সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেনের সঞ্চানালয়ে এতে বক্তৃতা করেন যথাক্রমে- শহীদুল্লাহ জিন্নাহ, আবুল বাশার মাতুব্বর, মাজহারুল ইসলাম পলাশ, শাওন মহসীন খান, মোশতাক আহমেদ, সর্দার লিটন, নুর আমীন, মাজহারুল ইসলাম রুবেল, আব্দুল আজীজ লিটন, জয়নাল আবেদীন, হাসান চৌধুরী, সাইফুল্লাহ নাহিদ শাহ, সুমন পাটোয়ারী, মার্শাল টিটু, রাশেদ চৌধুরী হাসান মুরাদ রুবেল, বাদল খালাসী, মাসুদ রানা, শেখ মোঃ আব্দুর রউফ, কাজী শাহিন, সাইফুল ইসলাম, ফেরদৌস মোল্লা, জুয়েল রানা, আরমান হোসেন, সাখাওয়াত হোসেন স্বাধীন ও সোহেল রানা প্রমুখ নেতৃবৃন্দগন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সুমন করিম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, একুশে আগস্ট গ্রেনেড হত্যায় নিহত শহীদগণ, ৭১ এর সকল শহীদ মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সৃষ্টির শুরু থেকে সকল মুজিবাদর্শের সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও দোয়া দরূদ দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সাংবাদিক এ.কে. আজাদ লিটন। জাতির জনকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধায় স্বরচিত কবিতা আবৃত্তি করেন সাংবাদিক ও নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়।
অনুষ্ঠান সমাপনি বক্তৃতায় মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, আগস্ট এলে ৭৫ থেকে এ পর্যন্ত ৪৩ টি বছর পিতার শোকে আমরা যখন শোকাহত – আমরা যখন ব্যাথিত, আমরা যখন ক্রন্দন করতে থাকি তখন খালেদা তারেকগণ উল্লাস করে আনন্দ করে। ভূয়া জম্মদিন পালন করে এক নগ্ন উন্মাদনায় গোটা বাঙ্গালী জাতির অনুভূতিতে ওরা আঘাত করে। তিনি বলেন, যে জাতির জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের সকল সুখ-ভোগ- বিলাসকে তুচ্ছ করে বছরের পর বছর কারাগারকেই নিজের একান্ত ঠিকানা বানালেন, যে নেতা পাকিস্তানীদের কারাগারে ফাঁসির মঞ্চে দাড়িয়েও বাঙ্গালি জাতির মুক্তির জয়গান গাইলেন আমরা সেই জাতি তাঁকে পুরুস্কৃত করবার বদলে বুলেটের আঘাতে জর্জরিত করে রক্ত গঙ্গা ভাঁসিয়েছি ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি। তিনি অনতিবিলম্বে জাতির জনককে স্বপরিবারে হত্যাকারী ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত আসামীদের দেশে ফেরত আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনে দেশরত্ন শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান। অনুষ্ঠান শেষে শত শত মুজিব সৈনিকগণ কাঙ্গালীভোজে অংশগ্রহন করেন।।