মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ২৬ জুলাই বৃহস্পতিবার রাতে
রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবকলীগের ২৪ তম জন্মদিন শিফা আলজাজিরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ খাঁনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক হোসেনের পরিচালনায় বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের ২৪ তম জন্মদিনে রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র নেতারা সহ বিপুল সংখ্যক সদস্যরা উপস্থিত ছিলেন ।
জন্মদিনের অনুষ্ঠানে নেতারা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নগুলো দেশে ও বিদেশে থাকা বাংলাদেশিদের কাছে তুলে ধরতে আহ্বান জানান। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি আ্যডভোকেট মোল্লা মোহাম্মদ কাউসারের সকল উপদেশ মেনেই রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবকলীগ রাজনীতি করে যাবে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন অমল দে, মোঃ বাবুল, ইউসুফ খান, জাহাঙ্গীর আলম হৃদয়, আবুল কালাম আজাদ প্রমুখ।