রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ৭ সেপ্টেম্বর রিয়াদ প্রবাসী ধনুয়া খলা আদর্শ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও সৌদি আরব নুর ন্যাশনাল স্টিল কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলামের হাতে চাঁদপুর জেলা শাহরাস্তির কৃতি সন্তান সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর অালম হৃদয় এর লেখা ‘তোমার উত্তাপে হৃদয় কাঁপে’ কবিতার বই শুভেচ্ছা উপহার হিসাবে তুলে দেন।
একই সময়ে কুমিল্লা মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থবিষক সম্পাদক মো: আলী আকবর ও রিয়াদস্থ মি: বেকার এর প্রোপাইটার মো: শাহীন খান কেও সাংবাদিক হৃদয় তার লেখা কবিতার বই শুভেচ্ছা উপহার হিসাবে তুলে দেন।
বই হাতে পেয়ে কুমিল্লা ধনুয়া খলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব নুরুল ইসলাম বলেন, দেশের প্রতিটি মানুষ একে অপরকে বই উপহার দেওয়া উচিৎ। এতে শিক্ষা ও জ্ঞানের বিকাশ ঘটবে।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও শিক্ষানুরাগী মো: আলী আকবর বই হাতে পেয়ে বলেন, বইয়ের বিকল্প আর কিছুই নেই, পৃথিবীর ইতিহাস জানতে হলে সবাইকে বেশি করে বই পড়তে হবে। ২০১৮ সালের একুশে বইমেলায় সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর অালম হৃদয় এর প্রকাশিত বই আমাকে শুভেচ্ছা উপহার দেয়ায় তাকে ধন্যবাদ জানাচ্ছি।