রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে চট্টগ্রামের লোহাগাড়া প্রবাসী যুবক শহিদুল ইসলাম খুন হয়েছে।
জানা যায়,নিহত যুবক শহিদুল ইসলাম-(৪৫) উপজেলার আধুনগর তিন পথের মাথা এলাকার দাবার বর বাড়ির মুহাম্মদ ইয়াকুব মিয়া প্রকাশ জনু’র পুত্র। নিহত সৌদি-প্রবাসী শহিদুল ইসলাম ৪-সন্তানের জনকের বাবা বলে জানা যায়। ২৭ জুলাই তার মৃত দেহ সৌদি আরবের পুলিশ উদ্ধার করেছে।
নিহতের বন্ধু এইচ এম নাছির জানান, লাশ উদ্ধারের তিনদিন আগে থেকে নিহত শহিদ নিখোঁজ ছিলেন, সৌদিয়া আরবে অবস্থানরত স্বজনরা তাকে অনেক খোঁজাখুজি করে, পরে সৌদি আরবের একটি মর্গে তার লাশ পাওয়া গেছে। তিনি আরো জানান, নিহত শহিদ রাইড শেয়ারিং গাড়ি চালক ছিলেন, তার বাসার সামনে গাড়িটি রয়েছে। ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে বাসায় খুন করেছে এবং বাসার অদূরে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। সৌদি আরবের পুলিশ এ ঘটনায় তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা গেছে। এ দিকে নিহত শহিদুল ইসলামের মৃত্যুর খবর পাওয়ার পর নিজ এলাকায় ও পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।