মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রুপালী ব্যাংক ও ফেমাক্যাশের উদ্যোগে রেমিটেন্স প্রেরণে রিয়াদ প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা ২২ জানুয়ারি মঙ্গলবার রাতে সৌদি আরব রিয়াদস্থ রামাদা হোটেলে অনুষ্ঠিত হয়।
ডক্টর আরিফুর রহমানের সভাপতিত্বে আরব ন্যাশনাল ব্যাংকের কান্ট্রি ম্যানেজার মোশারফ হোসেন ও কায়সারুল হক এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
বিশেষ অতিথি হিসাবে রুপালী ব্যাংক লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মোঃ আতাউর রহমান প্রধান, জেনারেল ম্যানেজার শওকত জাহান, ডিজিএম ফয়েজ আহমেদ, ফেমাক্যাশের সিইও, চেয়ারম্যান এবং ফাউন্ডার ডক্টর সাইফুল খন্দকার, ফেমাক্যাশের পরিচালক হাসানুজ্জামান হাসান সহ রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক ও প্রবাসীরা সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত গোলাম মসী বলেন প্রবাসে যারা থাকেন, অনেক কষ্ট করে দেশে রেমিটেন্স পাঠান তাদের কথা কেউ শুনতে চায়না, দেশে যারা থাকেন তারা যদি প্রবাসীদের কথা মনে প্রাণে ভাবতেন প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠানোর উৎসাহ পেতেন। কোন প্রবাসী বাংলাদেশে গেলে উল্টো তার কাছ থেকে চাঁদা চাওয়া হয়, প্রশাসনিকভাবে হয়রানি করা হয়। এসব বন্ধ করতে হবে, প্রবাসী ভাইদের কথা ভেবে সবাইকে কাজ করতে হবে।
একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া প্রবাসীদের কথা আর কেউ ভাবে কিনা জানিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটাই কথা প্রবাসীদের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন।
রুপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও বলেন, প্রবাসী বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধাদের কারনেই দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে ৷ আর প্রবাসীদের দ্রুত ব্যাংকিং সেবা দেয়ার লক্ষ্যে কাজ করছে রুপালী ব্যাংক।