মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: আওয়ামীলীগ পুনরায় সরকার গঠন ও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হওয়ায় করায় রিয়াদ যুবলীগের উদ্যোগে ১৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিজয় উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ যুবলীগের সভাপতি শওকত ওসমান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাতবরের সঞ্চালনায় অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর রিজাউল করিম মিলন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসাবে আবদুর রহমান চৌধুরী, আফসার হোসেন বোরহান, শহিদুল ইসলাম ভূঁইয়া, মেহেদি হাসান মুরাদ, সাহেদুল হক সাঈদ, গোলাম সারওয়ার আপেল, নন্দলাল সরকার, কাজী কামাল, আরকান শরিফ, মোঃ ইসা উল্লাহ , টিপু সুলতান আওয়ামী যুবলীগের বিপুলসংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশের শান্তি, উন্নয়ন, অগ্রগতি ধরে রাখতে চাইলে জননেত্রী শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই। দেশ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গী, বাল্যবিবাহ, যৌতুক প্রথা বন্ধ করতে আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে, এই কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হলে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে চাইলে আসুন আমরা সকলে উদার মনে কাজ করি। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা মোহাম্মদ আবদুস সালাম।
পরে ঢাকা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে আগত অতিথিদের হাতে ২০১৯ সালের শুভেচ্ছা উপহার হিসাবে ক্যালেন্ডার তুলে দেন ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, এক্সিকিউটিভ রুস্তম খান।