মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার সমারোহে আনন্দঘন পরিবেশে সৌদি আরবের রাজধানী রিয়াদে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ১১ জানুয়ারি শুক্রবার স্থানীয় একটি পার্টি সেন্টারে দুপুরে শুরু হয়ে রাত পর্যন্ত চলে পিঠা উৎসব ।
সৌদি প্রবাসী সাইফুদ্দিন মুকুল, আফসার উদ্দিন লিটন, এনামুল কবির বিশ্বাস, রাসেল আহমদ, লোটন মুসা ও মিজানুর রহমান সৌরভের আয়োজিত পিঠা উৎসবে বাড়ীতে তৈরী পিঠা নিয়ে বেশ কয়েকটি প্রবাসী পরিবার অংশগ্রহণ করে পুরস্কার জিতে তিন পরিবার । ব্যাবসায়ী, পেশাজীবী, কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে দেশীয় বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।