মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ১৫ জানুয়ারি ২০১৯ রাতে রিয়াদ দূতাবাসের সোনালী ব্যাংক প্রতিনিধি শাখার উদ্যোগে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স যোদ্ধা ও প্রবাসী বাংলাদেশিদের অবদান শীর্ষক মতবিনিময় সভা রিয়াদ প্যালেস হোটেলে অনুষ্ঠিত হয়।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এর সভাপতিত্বে দূতাবাসের সোনালী ব্যাংক প্রতিনিধি অফিসের এ,জি এম মোঃ জসিম উদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত সোনালী ব্যাংকের চেয়ারম্যান বোর্ড অব ডিরেক্টর মোঃ আশরাফুল মকবুল।
বিশেষ অতিথি হিসাবে সোনালী ব্যাংকের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ, দূতাবাসের উপ মিশন প্রধান ডক্টর নজরুল ইসলাম, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আবদুল ওহাবসহ দূতাবাসের কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।
সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক তার বক্তব্যে বলেন, ২০১৯ সালের মধ্যেই বাংলাদেশের এক নাম্বার ব্যাংকিং সেবায় যাবে, প্রবাসীদের কথা ভেবেই রাষ্ট্রদূতের সহযোগিতায় প্রবাসে সোনালী ব্যাংকের একটি স্থায়ী অফিস দেয়া হবে এবং এ বিষয়ে আল রাজি ও আরব ন্যাশনাল ব্যাংক এর সাথে আলোচনা হয়েছে।
সোনালী ব্যাংকের সিইও, ম্যানেজিং ডিরেক্টর বলেন, প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের কারণেই দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে ৷ সোনালী ব্যাংক হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া ব্যাংক। আর প্রবাসীদের কল্যানেই আমাদের কাজ করতে হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই ই-সেবা চালু করা হবে।
সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত গোলাম মসী বলেন, প্রবাসে অনেক অভিজ্ঞ বাংলাদেশি রয়েছেন তাদের একটু সুযোগ দিলে তারা নিজ দেশেই ভালো কাজের মাধ্যমে সফল হবেন।
প্রবাসীদের মূল্যায়ন করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের কথা ভেবেই কাজ করে যাচ্ছেন, প্রবাসীদের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন।