মো: জাহাঙ্গীর অালম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদে স্থায়ীভাবে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবনের উদ্ভোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ অক্টোবর স্থানীয় সময় বিকেল চারটায় তিনি নতুন ভবনের উদ্ভোধন করেন।
উদ্ভোধন শেষে দূতাবাসের ভিআইপি হলরুমে আগত সামাজিক, রাজনিতিক, সাংস্কৃতিক, সাংবাদিক অতিথিদের মাঝে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেচে থাকলে বাংলাদেশ হত বিশ্বের মাঝে উন্নয়নের রুল মডেল, আমার পিতা নেই, তবুও তারই স্বপ্ন ছিল জনগণের উন্নয়ন করা, আর আমি সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমার সরকার ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের প্রায় দেশে স্থায়ী বাংলাদেশ দূতাবাস ভবন করে দিয়েছি। যদি আগামী নির্বাচনে জনগণ আমায় ক্ষমতায় আনে তাহলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এইচ এম আবুল হাসান মাহমুদ আলী, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ মুতাহেরি সহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন ।