রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: নাটক হোক সুস্থ সমাজের দর্পণ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২১ ডিসেম্বর শুক্রবার রিয়াদ বাংলাদেশ থিয়েটারের আগামীর প্রযোজনা প্রখ্যাত নাট্যকার এস,এম সোলায়মান এর ‘ক্ষ্যাপা পাগলার প্যাচাল’ মঞ্চায়ন নিয়ে দিনব্যাপী নাট্য কর্মশালা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নাট্য প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা থিয়েটার আর্ট ইউনিট এর অন্যতম সদস্য সারোয়ার জাহান সিদ্দিকী।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে – প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উপদেষ্টা শিল্পী জামসেদ রানা,
প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি মির্জা কামাল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, আলমগীর হোসেন মন্ডল, ফারুক মন্ডল, মহসিন মিয়াজি, সদস্য রাসেদুল করিম সজিব, নাজিম উদ্দিন, কামরুজ্জামান, অমল দাস, মাসুদ আলম, প্রেমজিত রয়, নাসরা কিরন, লামিহা, সারা, মামিতা, মোস্তাক মন্ডল, নাঈম খান, সাকিল খান সহ নাট্য কর্মশালায় রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সব বয়সের সদস্যরা কর্মশালায় অংশ নেন।
সভায় প্রয়াত নাট্যগুরু এস,এম সোলায়মানের রচনায় বহুল আলোচিত পথনাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাচাল’ আগামীর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মঞ্চায়ন করার সিদ্ধান্ত হয়।
নাটকটির প্রযোজনা ও পরিবেশনায় রিয়াদ বাংলাদেশ থিয়েটার- সৌদি আরব।