রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: রিয়াদ বাংলাদেশ দূতাবাসে ৪র্থ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর শুক্রবার বেলা ৪ ঘটিকায় দূতাবাস চত্বরে আনুষ্ঠানিকভাবে উন্নয়ন মেলার উদ্ভোধন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ।
প্রবাসের মাটিতে এই প্রথম প্রাণবন্ত উন্নয়ন মেলা অনুষ্ঠিত হওয়ায় রিয়াদের বিভিন্ন প্রদেশে বসবাসরত বাংলাদেশিরা পরিবার পরিজন নিয়ে মেলায় অংশ গ্রহন করেন। মেলায় দূতাবাসের শ্রম উইং, পাসপোর্ট উইং, বাংলাদেশ আন্তর্জাতিক স্কুলের বাংলা ও ইংলিশ শাখার শিক্ষক, শিক্ষার্থী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ ১৩ টি স্টলে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন।
মেলা মঞ্চে দূতাবাসের কার্যালয় প্রধান ডক্টর ফরিদ উদ্দিন আহমদ এর সঞ্চালনায় উন্নয়ন মেলায় আগত প্রবাসী বাংলাদেশিদের সামনে বর্তমান আওয়ামী সরকারের উন্নয়নগুলো নিয়ে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।
অনুষ্ঠানে সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর অালম হৃদয়ের রচনায়, আরিফুর রহমান টিটুর নির্দেশনায় রিয়াদ বাংলাদেশ থিয়েটার উন্নয়নের রেলগাড়ি নামক নাটিকা পরিবেশন করেন।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মো: জাহাঙ্গীর অালম হৃদয়, মির্জা কামাল, নাজিম উদ্দিন, আলম মন্ডল, কামরুজ্জামান, এ, কে আজাদ লিটন, ফারুক মন্ডল।গান করেন – আরিফুর রহমান টিটু। মিউজিকে – অমল দাস, রফিক মন্ডল। সাউন্ড – মোহাম্মদ মানিক। সার্বিক সহযোগিতায় রিয়াদ বাংলাদেশ দূতাবাস। উন্নয়ন মেলায় দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী সহ স্থানীয় রাজনিতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।