মহিউল করিম আশিক, দুবাই, ইউএই: স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রিহ্যাব ক্ষুদে আঁকিয়ে সিরিরেজ প্রথম চিত্রাংকন প্রতিযোগীতা আবুধাবী থেকে শুরু হলো।স্বাধীনতার মাসে প্রবাসের মাটিতে মহান স্বাধীনতাকে জানান দিতেই রিহ্যাবের এ আয়োজন।সুদূর প্রবাসে ছোট ছোট সোনামনিদের পেন্সিল ও রং তুলিতে খুঁজে ফেরে বাংলাদেশকে।
দেশের মাটিতে দাড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনাতার প্রতীক ও মুক্তিযুদ্ধের স্মারক ‘স্মৃতিসৌধ’ আর সেই স্মৃতিসৌধ কেই তুলে ধরতে চেয়েছেন ক্ষুদে এই আঁকিয়েরা । তারা আরও চেয়েছে গ্রাম বাংলার বৈচিত্র প্রবাসের মাটিতে ফুটিয়ে তুলতে।
ক্ষুদে আঁকিয়ে প্রতিযোগীতা দুটি গ্রুপে ভাগ করা হয়েছে যথাক্রমে ‘ক গ্রুপ’ – ৫ বছর থেকে ৮ বছর ও ‘খ গ্রুপ’ – ৯ বছর থেকে ১৪ বছর।
এ সময় অনুষ্ঠানে বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল ও কলেজের উপাধ্যক্ষ কাজী আব্দুর রহিম ও সিনিয়র শিক্ষিকা জেবুন নাহার।
বহু ক্ষুদে আঁকিয়ে অংশগ্রহণকারীর মধ্যে থেকে ক গ্রুপের বিজয়ী হয়েছে প্রথম তাসনিয়া বিনতে হাসান, দ্বিতীয় রাদিয়া মুবাশিরা খান ও তৃতীয় আলিসবা নাহার।
খ গ্রুপের বিজয়ী হয়েছে প্রথম তাসনিয়া সাবা, দ্বিতীয় নুজহাত তাবাসছুম ও তৃতীয় সাবরিনা মঈন।
উল্লেখ্য, আমিরাতের সকল স্টেট থেকে প্রতি গ্রুপের তিনজন করে বিজয়ীরা যাবে ৫ এপ্রিল শারজায় এক্সপো সেন্টারের এর গ্রান্ড ফাইনালে, বিজয়ীরা পাবে আকর্ষনীয় পুরস্কার।
অনুষ্ঠানে আমরিাতের বিভিন্ন প্রদেশের সামাজিক, রাজনৈতিক ও সংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন আইডিয়া গ্যালারী।