মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: প্রবাসের মাটিতে দেশীয় ফুটবল খেলাকে জনপ্রিয় করে তুলতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হারা সিলেট বাসীর উদ্যোগে, চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী ফুটবল খেলায় রানিং টাইগার ফুটবল ক্লাব বনাম জাগ্রত যুব সংঘ দুটি দল অংশ নেন। বিভিন্ন শ্রেণি পেশার, বিভিন্ন বয়সের সহশ্রাধিক ফুটবলপ্রেমীরা মাঠের চারপাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। তিন সপ্তাহের খেলায় মোট ৮ টিম ফুটবলে অংশ নিবেন বলে আয়োজকরা জানান।
জুনায়েদ আহমেদ জুনেদ এর সভাপতিত্বে- ফুটবল খেলার উদ্বোধন করেন ডিএমসি গ্রুপের সানসিটি পলিক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর অনুষ্ঠানের প্রধান অতিথি আবদুল্লাহ আল মামুন। আগত অতিথি ও ফুটবল প্রেমিদের উদ্যেশ্যে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনটিভির সৌদি আরব ব্যুরো প্রধান সামাজিক ব্যক্তিত্ব ফারুক আহমেদ চান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রিয়াদ যুবলীগের সভাপতি আরকান শরীফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মখলিছুর রহমান, ফারুক আহমেদ, শরিফ, মামুন, সোহেল আহমেদ প্রমুখ।
ফুটবল আয়োজকদের পক্ষে থেকে অনুষ্ঠানে আগত প্রধান অতিথি ডিএমসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন এবং অনুষ্ঠানের প্রধান বক্তা এনটিভির সৌদি আরব ব্যুরো প্রধান সাংবাদিক ফারুক আহমেদ চানকে ফুলেল শুভেচ্ছা সহ সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।