রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: জনগণের দোরগোড়ায় সেবা- এই প্রতিপাদ্য কে সামনে রেখে রিয়াদ বাথা প্রবাসী সেবা কেন্দ্র A2I এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ বাথা প্রবাসী সেবা কেন্দ্র A2I এর মার্কেটিং ডিরেক্টর সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রবাসী সেবা কেন্দ্রের অফিস ইনচার্জ মোঃ আবদুস সালাম, জেনারেল ম্যানেজার মোঃ আবদুল্লাহ আল হারুন, মার্কেটিং ম্যানেজার অপু সুলতান, সহকারী ম্যানেজার নিজাম উদ্দিন, আতিকুর রহমান, মোহাম্মদ রিপন ,মোহাম্মদ মানিক খান সহ রিয়াদ বাথা প্রবাসী সেবা কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট রিইস্যু, প্রবাসী কল্যাণ কার্ড সহ সব ধরনের সেবা দিতেই রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় প্রবাসী সেবা কেন্দ্র কাজ করে যাচ্ছে।