মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ৩ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নতুন ভবন পরিদর্শন করলেন সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ। সেনা প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দূতাবাসের কর্মকর্তারা।
এ সময় রাষ্ট্রদূত গোলাম মসীহ, উপ মিশন প্রধান ডক্টর মোঃ নজরুল ইসলাম, দূতাবাসের ডিফেন্স এটাচি বিগ্রেডিয়ার জেনারেল শাহ আলম চৌধুরী, মেজর জেনারেল মোহাম্মদ ইফতেখার, মেজর জেনারেল মোহাম্মদ হাসনাত সহ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ স্থানীয় সাংবাদিকদের সাথে সফর নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার সুন্দর একটি সম্পর্ক রয়েছে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সেনাপ্রধান ১ ফেব্রুয়ারি সৌদি আরব লান্ড ফোর্স এর আমন্ত্রণে ৭ দিনের সরকারি সফরে সৌদি আরব আসেন।