মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও কুমিল্লা প্রবাসী সোসাইটির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও রাজনিতিবীদ আলী আকবর।
সাংবাদিক মোহাম্মদ আবুল বশিরের সভাপতিত্বে, অভিনেতা শেখ জামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের রিয়াদ রিজোনাল ম্যানেজার মামুন আল ফারুক, মোহাম্মদ জামিরুল ইসলাম, কুমিল্লা প্রবাসী সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মীর হোসেন প্রমুখ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে নাটক হোক সুস্থ সমাজের দর্পণ এ স্লোগান নিয়ে রিয়াদ বাংলাদেশ থিয়েটার মঞ্চস্থ করে নাটক ওরা বেঈমান। রচনা সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, নাট্য নির্দেশনায় আরিফুর রহমান টিটু।
ওরা বেঈমান নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন: জাহাঙ্গীর আলম হৃদয়, আরিফুর রহমান টিটু, মির্জা কামাল, ইঞ্জিনিয়ার হাফিজুল ইসলাম পলাশ, নাঈম রহমান, সালাউদ্দিন আহমেদ, এরশাদ আলী, আব্বাস উদ্দিন, শেখ জামাল, মোহাম্মদ সোহেল, জাহিদ আহমেদ, নুসরাত জাহান পলাশ, তন্নি, নুহা, শশী, মামুন, নিবিড় হাফিজ, আল আমিন, এমদাদ, শীতল, কমল, শিপা, তাসনিম আলম জারা কবিতা পাঠ করেন।
রিয়াদে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা নাটক দেখে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন প্রবাসের মাটিতে রিয়াদ বাংলাদেশ থিয়েটার ২০১৪ সাল থেকে প্রবাসের মাটিতে দেশীয় নাটক ও সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা অব্যাহত রেখেছে এতে করে নতুন প্রজন্ম দেশের কালচার সম্পর্কে জানতে পারছে। অপরদিকে প্রবাসীরা পাচ্ছে বাড়তি বিনোদন। আমরা প্রবাসীরা রিয়াদ বাংলাদেশ থিয়েটারকে ধন্যবাদ জানাই।
সবশেষে রিয়াদ প্রবাস বাংলা ব্যান্ডের ইউসুফ, জাবেদ, ইমরান সংগীত পরিবেশন করেন।