মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: নাটক হোক সুস্থ সমাজের দর্পণ এই স্লোগান কে সামনে রেখে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে পারিবারিক মিলনমেলা উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা , আলোচনা সভা ও পুরস্কার বিতরণ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সভাপতিত্বে দপ্তর সম্পাদক রাশেদ আল কারিম সজিবের সঞ্চালনায় এ সময় রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সমন্বয়ক নাট্যজন সারোয়ার জাহান সিদ্দিকী, সিনিয়র সহ সভাপতি মির্জা কামাল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু, কার্যকরী পরিষদের সদস্য নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন, অর্থ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামান, প্রচার সম্পাদক মোঃ নাঈম, উপদেষ্টা জামসেদ রানা, কার্যকরী কমিটির সদস্য হাফিজুল ইসলাম পলাশ, মুসতাক মন্ডল, শেখ জামাল, সদস্য মসী সিরাজ, রফিক মন্ডল, তুরজয় মন্ডল, সারা সালাউদ্দিন সহ রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াদ বাথা ঢাকা মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, রিয়াদ শ্যাডোর উপদেষ্টা মমতাজুল ইসলাম তাজ, আবিদ রহমান, বিপ্লব দেওয়ান,আরাফাত রহমান তানহাজ, মোঃ আপন, শম্পা দেওয়ান, সাথী সালাউদ্দিন, পপি সিরাজ প্রমুখ।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পারিবারিক মিলনমেলায় দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, মহিলাদের মিউজিক্যাল চেয়ার, পিলু, শিশুদের মোরগ লড়াই, ১০০ মিটার দৌড়, পুরুষদের পাতিল ভাংগা, কাবাডি খেলা, দেশীয় গণ সংগীতের আসর অনুষ্ঠিত হয়েছে।
পরে ক্ষ্যাপা পাগলার প্যাচাল নাটকের কলাকৌশলী, ক্রিড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও নৈশভোজের মধ্য দিয়ে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পারিবারিক মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়।