মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ২ নভেম্বর শনিবার স্থানীয় সময় সকাল ৭ টায় রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজে (বাংলা কারিকুলামে) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরিক্ষা শুরু হয়েছে।
প্রথমদিন রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুল এন্ড কলেজে জেসএসসি পরিক্ষায় অংশ গ্রহণকারী মোট পরীক্ষার্থী ৬৩ জন। এর মধ্যে বালিকা ৩৪ জন, বালক ২৯ জন।
পরীক্ষার হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম।

স্কুলের অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন এই প্রতিনিধিকে জানান- প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার ফলাফল ভালো হবে বলেও আশা করছি। পরীক্ষার পরিবেশ সুন্দর রাখতে অতীতের মত শিক্ষক, অভিবাবকরা সহযোগিতা করেছেন।
পরীক্ষায় ৭টি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে জেএসসি শিক্ষার্থীদের।