মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ২৪ এপ্রিল বুধবার সকালে রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুলে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশেররাষ্ট্রদূত গোলাম মসীহ্।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার পাশাপাশি প্রবাসের মাটিতে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করার উদ্যোগ নিয়েছেন, তারই ধারাবাহিকতায় সৌদি আরবের ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার, মাল্টি প্রজেক্টর, পিসি, প্রদান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাবান্ধব একজন নেত্রী, যিনি সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিত।
রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে প্রভাষক মুহাম্মদ দেলওয়ার হুসাইন ও রেদওয়ানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মোঃ মেহেদি হাসান।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সিগনেটরি মুহাম্মদ আবদুল হাকিম, কো সিগনেটরি ইঞ্জিনিয়ার গোফরান, সদস্য সফিকুল সিরাজুল হক, অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, প্রভাষক মোঃ খাদেমুল ইসলাম প্রমুখ। এসময় সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান স্থলে রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারের পক্ষ ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।