মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইংলিশ স্কুল ক্যাম্পাসে আলোচনা সভা ও শিক্ষার্থীদের ভাষা শহীদদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন কারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিষ্টার ডক্টর মোঃ আবুল হাসান।
স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ আহসানুল হক এর সভাপতিত্বে – নুজাইমা তাসনীম ও জেরিন তাসনীম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইংলিশ স্কুলের বোর্ড অব ট্রেজারার ডক্টর মনজ কুমার দত্ত, স্পোর্টস ও কালচারাল ডিরেক্টর ডক্টর মাহমুদ, অধ্যক্ষ বজলুর রশিদ, ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়সহ শিক্ষক, শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন শিক্ষক মোহাম্মদ আবদুস সোবহান।