মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ,সৌদি আরব প্রতিনিধি: রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক ইংলিশ স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান মেলা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উপ মিশন প্রধান ডক্টর মোঃ নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিষ্টার ডক্টর মোঃ আবুল হাসান, স্কুলের চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ আহসানুল হক,
ট্রেজারার ও পরিচালক ডক্টর মনজ কুমার দত্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক পরিচালক ডক্টর মাহমুদ উজ জামান, স্কুলের প্রিন্সিপাল বজলুর রশিদ প্রমুখ।
বিজ্ঞান মেলার বিচারক হিসাবে উপস্থিত ছিলেন কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর – ডক্টর মোঃ রেজাউল করিম মিলন, প্রফেসর গোলাম মোহাম্মদ।
শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিরা বিজ্ঞান মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন। মেলায় আগত সকলের প্রত্যাশা এ জাতীয় বিজ্ঞান মেলা আগামীতে আরো বেশি করে এবং উন্মুক্ত পরিবেশে আয়োজন করবেন কর্তৃপক্ষ।