মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে প্রতিষ্ঠিত ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘প্রবাসী নাশীদ ব্যান্ড’র উদ্যোগে ইসলামী সংস্কৃতিপ্রেমি গুণীজন, উলামায়ে কেরাম ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
২৭ মার্চ ২০২৪, বুধবার রাজধানী রিয়াদের ১৮নং এক্সিটস্থ ইস্তেরাহা সাফওয়ায় নাশীদ ব্যান্ড পরিচালক আরিফ রব্বানীর সঞ্চালনায় ও প্রধান পৃষ্ঠপোষক ডিএমসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিমান বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার আল মামুন ফারুক।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ডিএমসি গ্রুপের ডিএমডি সাখাওয়াত হুসাইন আরমান, সৌদিআরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ চান, সৌদি জমিয়ত সেক্রেটারী মাওলানা আব্দুল মুকসিত, রিয়াদ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি জহিরুল ইসলাম, রিয়াদ মহানগর খেলাফত মজলিস সেক্রেটারী মাওলানা আব্দুল আলীম মেহেদী, রিয়াদ জমিয়তের সেক্রেটারী মাওলানা আলীনূর, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, প্রবাস মেলা, মোহনা ও এখন টিভি প্রতিনিধি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফকির আল আমীন, রিয়াদ মহানগর হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শাকুর, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি মসীহ সিরাজ, ডিএমসি গ্রুপের জাকির হোসাইন, তানভীর আহমদ, আসিফ মাহমুদ আপেল, যমুনা টিভি প্রতিনিধি সেলিম উদ্দিন, বায়ান্ন টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম, নবযুগ প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম, আমার সময় প্রতিনিধি মিজানুর রহমান, ডিবিসি টিভি প্রতিনিধি হেমায়েত, পল্লী ডটকম অনলাইন টিভি প্রতিনিধি শাহজাহান সোহাগ প্রমুখ।
হাফিজ সাখাওয়াত শরীফের সূচিত তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাশীদ ব্যান্ডের নির্বাহী পরিচালক আহমাদ জোবায়ের ইবরাহিমী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্রেন্ডি প্যাকেজের সেলস ম্যানেজার ইয়াসিন পাটোয়ারী।
প্রবাসী নাশীদ ব্যান্ডের শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাসুম বিন মাহবুব, রাফি উদ্দিন মিয়াজী, সঙ্গীত পরিচালক আহমদ মাহফুজ, আবৃত্তি ও উপস্থাপনা পরিচালক শাহাদাত আল মাহদী, ব্যবস্থাপনা পরিচালক খালিদ সাইফুল্লাহ, শিশু-কিশোর পরিচালক জিয়াউদ্দিন মাসউদ, সহ-শিশু-কিশোর পরিচালক মাহবুব জাদিদ, সহ-সাহিত্য পরিচালক জুবায়ের মাহবুব, মিডিয়া পরিচালক আফজাল হুসাইন, প্রচার সম্পাদক নাসির গাজী প্রমুখ।
শতাধিক দাওয়াতী মেহমানদের উপস্থিতিতে সম্পন্ন হওয়া দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত পরিবেশন করেন মাওলানা আব্দুল মুকসিত।