মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সেবা নিন সুস্থ্য থাকুন- বাংলাদেশি ঢাকা মেডিকেল সেন্টারে আসুন এই স্লোগান কে সামনে রেখে প্রবাসীদের দীর্ঘ দিন ধরে স্বাস্থ্য সেবা দিয়ে আসছে ঢাকা মেডিকেল সেন্টার।
সম্প্রতি রিয়াদ বাথাস্থ ঢাকা মেডিকেল সেন্টার পরিদর্শন ও স্বাস্থ্যসেবা নিতে আসেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। পরে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল সেন্টারের স্পন্সর সৌদি নাগরিক আবু নোয়াপ, চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, ইকোনমিক ডিরেক্টর মাওলানা মোহাম্মদ সফিউল্লাহ্, ডাক্তার মোঃ শওকত ফারুকী প্রমুখ।