মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদ সিলেট জালালাবাদ এসোসিয়েশনের অভিষেক ও ঈদ পুনর্মিলনী স্থানীয় আল ওয়ালিদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মোঃ কাপ্তান হোসেনের সভাপতিত্বে – সাধারণ সম্পাদক নুরুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান ডক্টর মোঃ নজরুল ইসলাম, এসোসিয়েশনের উপদেষ্টা আবদুর রহমান চৌধুরী,তজাম্মুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা আবুল খায়ের বাচ্চু, ইঞ্জিনিয়ার রুকন ইবনে ফয়েজী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর মোঃ রেজাউল করিম, মোহাম্মদ আবদুস সালাম, এম আর মাহবুব, অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম সহ সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
পরে স্থানীয় শিল্পিদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।