মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদ আল- খারিজ আওয়ামী লীগের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
আল খারিজ আওয়ামী লীগের সভাপতি মোঃ সাঈদ আলম শুভ এর সভাপতিত্বে – সাধারণ সম্পাদক ঈমাম হোসেন সেলিম ও সাংগঠনিক সম্পাদক আহসান মিয়াজীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উপমিশন প্রধান ডক্টর মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর মোঃ রেজাউল করিম, আল খারিজ আওয়ামী পরিবারের প্রধান উপদেষ্টা মোসলেহ উদ্দিন মুন্না, জুলফিকার আলী, বাছির মিয়া বেপারী,
হাজি আবদুর রব।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সেকান্দর হারুন, সালাউদ্দিন মিন্টু, জাহাঙ্গীর তালুকদার, আশরাফ মিয়া,মোহাম্মদ হোসাইন, সিরাজ পাটোয়ারী, সিহাব মাহমুদ আতিক, বাচ্চু বশির, আহমেদ জসিম, হিমেল আহমেদ, মুরাদ রেজা, মোহাম্মদ রাসেল সহ আল খারিজ আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
সভায় ভাষা শহীদ ও ঢাকা চকবাজারের অগ্নিকাণ্ডে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।