মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদ আন্তর্জাতিক বাংলা স্কুলের শিক্ষার মান উন্নয়ন, স্কুলের স্থায়ী ভবন নির্মাণ বিষয়ে স্কুল ক্যাম্পাসে শিক্ষক ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তাক আহমেদের সভাপতিত্বে শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অবিভাবক সমাবেশে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, সিগনেটরি আবদুল হাকিম, কো সিগনেটরি ইঞ্জিনিয়ার মোঃ গোফরান, স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন।
অবিভাবকদের মধ্যে জামাল উদ্দিন, রুস্তম খান, কামরুন নাহার, মেহেদি হাসান, মোঃ লুতফুর রহমান সহ সমাবেশে শিক্ষক ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।