মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ১৬ মার্চ শনিবার রাতে রিয়াদ আওয়ামী পরিষদ (আওয়ামী লীগের) উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হারাস্থ সালিমার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুবের সভাপতিত্বে – আলি নুর ইসলাম রনির সঞ্চালনায়অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী নুর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদ আলম তপন, রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাক্তার মোঃ শাহ আলম, রিয়াদ আওয়ামী পরিষদের উপদেষ্টা ডাক্তার সৈয়দ আনিসুর রহমান, কবি শাহজাহান চঞ্চল, রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সভাপতি এম এ জলিল, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শ্রী বাবুল দাস, রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনিরুল ইসলাম, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি এইচ এম আলমগীর হোসেন, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস মজুমদার,ইলিয়াস ভুইয়া সহ আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিক অহিদুল ইসলাম কে উপদেষ্টা, ডাক্তার মনোজ কুমার দত্ত, আমিনুর রহমান, আবুল হাশেম, হুমায়ুন কবির হুকুম আলীকে আওয়ামী পরিষদের নতুন কমিটির সহসভাপতি হিসাবে নাম ঘোষণা করা হয়।
শেষে জাতিরজনক বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবদুস সালাম।