মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: শেখ হাসিনার দু’নয়ন বাংলাদেশের জনগণের উন্নয়ন এই স্লোগান কে সামনে রেখে রিয়াদে বৃহত্তর চট্রগ্রাম বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে- সাধারণ সম্পাদক মোঃ এসকান্দর সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ যুবলীগের সভাপতি এম এ জলিল রাজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ, সৈয়দ আনিসুর রহমান, রিয়াদ যুবলীগের সহ সভাপতি কামাল পাটওয়ারী,রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, জাতীয় শ্রমিকলীগের সহসভাপতি শেখ জামাল।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, দেশের উন্নয়নের অংশীদার সাধারণ মানুষ, মনে রাখবেন বাংলাদেশের উন্নয়ন শেখ হাসিনার দু’নয়ন।
পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।