ফারুক আহমেদ চান, রিয়াদ, সৌদি আরব থেকে: রিয়াদে বিএনপি’র আয়োজনে ৫২তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে। রিয়াদের স্থানীয় ১৮নং এক্সিট এ আল এনাবিয়া কমিউনিটিতে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি’র বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব শেখ রাকীব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান, প্রধান বক্তা ছিলেন রিয়াদ মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তালুকদার হারুনুর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ কাশেম খান, হাইল প্রদেশ বিএনপি’র সাবেক সভাপতি হেদায়েত উল্যাহ, বিএনপি’র বিজয় দিবস উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক কাজী আইয়ুব আলী, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন নুরু, বীর মুক্তিযোদ্দা ওয়াজেদ হোসেন, প্রবাসী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আসমাউল হুসাইন।
সভায় প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে বিএনপি নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা জানানো হয়। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বিপুল সংখ্যা প্রবাসী পরিবার বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন। সভায় ঢাকা থেকে আগত শিল্পী সামান্তা শাহীন, রিয়াদের জনপ্রিয় শিল্পী শসী, বাউল শিল্পী ইমন সহ রিয়াদের বাউল শিল্পীদের প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত দর্শকরা। সভায় সৌদি আরবে ঐক্যবদ্ধ বিএনপি গঠনের আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সকল প্রবাসী নেতৃবৃন্দরা।