মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআর প্রতিনিধি: প্রবাসের মাটিতে দেশীয় ক্রিকেটকে জনপ্রিয় করতে রিয়াদে বাঙালি ক্রিকেট ম্যাচ ২০২৩ তোমামা ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।
স্কাই মাউন্টেন পেপার্স কোম্পানি পরিচালক ইফাত আহমেদের উদ্যোগে রিয়াদে ৪ টি ক্রিকেট দল খেলায় অংশ নেয়- রিয়াদ একাদশ, কুমিল্লা ভিক্টোরিয়ানস দাম্মাম, স্কাইমাউন্টেন একাদশ এবং ওলাইয়া কম্পিউটার একাদশ। ক্রিকেটের ফাইনাল খেলায় রিয়াদ একাদশ চ্যাম্পিয়ন এবং স্কাইমাউন্টেন একাদশ রানার্সআপ হয়।
রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী, যুবনেতা আরকান শরীফের সভাপতিত্বে- এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য, এনটিভির বার্তা সম্পাদক মো: তাজুল ইসলাম সীমান্ত খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনির সভাপতি সিদ্দিক আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল করিম প্রমুখ।
বক্তারা বলেন- দেশের গন্ডি পেরিয়ে প্রবাসেও দেশীয় শ্রমজীবী মানুষের সম্মিলিত উদ্যোগে মরুর বুকে ক্রিকেট ম্যাচ খেলতে দেখে ভালো লেগেছে, রেমিট্যান্স যোদ্ধারা দেশের উন্নয়নে ভুমিকা যেমন রাখছেন তেমনি প্রবাসের মাটিতে দেশীয় ক্রিকেট খেলার মাধ্যমে অন্যদের উৎসাহিত করছেন, প্রবাসের মাটিতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।